দেড়লাক্ষিয়া ঈদের জামাতে শরীক হউন

501

সময়ের চিন্তা ডট কমঃ আগামী ২২শে অগাষ্ট রোজ বুধবার সকাল ৮.৩০ মিনিটে নারায়নগঞ্জ ওসমানী ষ্টোডিয়ামে দেড়লাক্ষিয়া ঈদের জামাতে শরীক হয়ার জন্য আহবান জানিয়েছেন নারায়নপগঞ্জ ৪ আসনের মাননীয় সাংসদ এ কে এম শামীম ওসমান। সৌজন্যে –রৌদ্র বার্তা ও সময়ের চিন্তা ডট কম