সড়কের উপর গরুর হাট বসানোর কারণে এলাকাবাসীর দুর্ভোগ চরমে

436

সময়ের চিন্তা ডট কমঃ সড়কের উপর গরুর হাট বসানোর কারণে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌছেছে। নাসিক ৩নং ওয়ার্ড মাদানী নগর বালুর মাঠে অনুষ্ঠিত গরুর হাট সীমানা ছাড়িয়ে এলাকার ৪টি সড়কের উপর গরুর হাট বসলে এ দুর্ভোগের সৃষ্টি হয়। সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ৭ খুন মামলার ফাসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনের ভাতিজা শাহজালালের নির্দেশে তার সহযোগীরা গরু বেপারীর কাছ থেকে ৮টি গরু ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ হাটের ইজারাদার শাহজাহান সাজুকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে।

জানা যায়, নাসিক ৩নং ওয়ার্ড মাদানী নগর বালুর মাঠে হাট পরিচালনার দায়িত্বে রয়েছে ৭ খুনের ফাসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল ও তার ঘনিষ্ঠ হাটের ইজারাদার শাহজাহান সাজু। গত শনিবার রাতে অন্য হাটে যাওয়ার পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক থামিয়ে এক গরুর বেপারীর কাছ থেকে কাউন্সিলারের লোকজন ৮টি গরু ছিনিয়ে নিয়েছে যার বাজার মূল্য ১২ থেকে ১৫ লক্ষ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউন্সিলর বাদলের লোক হিসেবে পরিচিত রিপন, সোর্স সাইফুল, লিটন, তুষার, রাজু, সিরাজসহ আরও ১০/১২ জন লোক গরু বেপারীকে মারধর করে ট্রাক থেকে ৮টি গরু ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ হাটের ইজারাদার শাহজাহান সাজুকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে।

সিদ্ধিরগঞ্জের  ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালালের মোবাইল ফোনে বার বার কল করলেও তিনি কল ধরেননি।