নারায়নগঞ্জবাসীকে ঈদ আনন্দের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আহমেদ আলী

461

সময়ের চিন্তা ডট কমঃ নারায়নগঞ্জবাসীকে ঈদ আনন্দের শুভেচ্ছা জানিয়েছেন আহমেদ আলী সহ-সম্পাদক সময়ের চিন্তা ডত কম, সহ-সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটি।

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। বছর ঘুরে শান্তি, সৌর্হাদ্য আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার এই দিন। ঈদে সকল মেহনতি মানুষ, ও নারায়ণগঞ্জবাসীকে ঈদের  শুভেচ্ছা  জানিয়ে আহমেদ আলী বলেন, ঈদ কারো জন্য আনন্দের কারো জন্য সুখের। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকলে মিলে মিশে  ঈদ আনন্দ উপভোগ করে জীবনকে আরো সুন্দর ও সুখময় করুন সবাই।