প্রথমবারের এ বৃহৎ ঈদ জামাতে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও জেলা প্রশাসক

649

সময়ের চিন্তা ডট কমঃ প্রথমবারের এবৃহৎ  জামাতে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণীপেশার মানুষ। উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসী এ ঈদুল আযহা উদযাপন করেছে।

২২ আগষ্ট  বুধবার সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। সকাল  ৮.৩০ মিনিটে মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহর কাছে প্রার্থনার মধ্যে দিয়ে ও হাজারো মানুষের উপস্থিতিতে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো স্মরণকালের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে অংশ নিতে সকাল ৭টা থেকে আসতে শুরু করে মুসল্লিরা। এই ঈদের জামাতকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তমূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। মুসুল্লিদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কঠোর নজরদারি করে।

প্রথমে ঈদগাহ মাঠ ভরে গেলে সামছুজ্জোহা স্টেডিয়ামে জামাজের কাতারে দাঁড়িয়ে যায় মুসল্লিরা। স্টেডিয়ামও পূর্ণ হয়ে গেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে দাঁড়িয়ে জামাতে অংশ নেয় মুসল্লিরা। এতে ইমামতি করেন নগরীর চাষাঢ়া নূর মসজিদের খতিব মো. আব্দুস সালাম।

এছাড়া সকাল সাড়ে সাতটায় নগরীর খানপুর এলাকায় ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে আরো একটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে  বিশিষ্ট ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন আল মামুন সহ জেলার সাবেক ও বর্তমান জাতীয় ফুটবলাররা অংশগ্রহন করেন।

অপরদিকে, নগরীর ডিআইটি জামে মসজিদে সকাল ৮টায়, ফকিরটোলা জামে মসজিদে ৭টায় ও চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদে ৭টায় একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া শহরতলীর কাশিপুর ঈদগাহ্ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।