নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, বিএনপি-জামায়াত ও জঙ্গীরা মিলে বাংলাদেশকে জঙ্গীবাদের দেশে পরিনত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন। তাই দেশে জঙ্গীবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।
নামাজ আদায় শেষে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে জঙ্গীদের দমন করেছেন বলেই দেশের মানুষ শান্তিতে ঈদ উৎসব পালন করতে পারছে ।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ অনেকে।