কবিতা ব্যাঙের ভয়

573

ব্যাঙের ভয়
মুন্সি দরুদ

বর্ষাকালে সারগাড়িতে হয়
ব্যাঙের ছাতা বড় বড়।
বৃষ্টি হলে ব্যাঙ ছাতা নিবে
ঠাণ্ডায় হয় জড় সড় ।

ব্যাঙ ডাকলে খুকি, খোকা
অনেক ভয় যে করে।
ব্যাঙের ভয়ে তারা পড়বে
মায়ের কাছে বায়না ধরে।

মা বলে ভালো করে পড়লে
ব্যাঙ দেখাবে না ভয়।
ভালো পড়াশোনা করলে
তবেই হবে সত্যের জয়।