নিরাপত্ত্বার অজুহাতে রাজবাড়ীতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ বাতিল

767

 

রাজবাড়ী প্রতিনিধিঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী -২ আসনের আওয়ামীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসানের নৌকা মার্কার পক্ষের গণসংযোগ নিরাপত্ত্বার অজুহাতে বন্ধ করে দিয়েছে পুলিশ।

মুহাম্মদ মেহেদী হাসান রবিবার বিকালে কালুখালী উপজেলার নিজ বাসভবনে সাংবাদিকদের জানান, রবিবার বিকালে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর বাজারে নৌকা মার্কার পক্ষে প্রচারনা চালানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সকালেই থানা পুলিশ ফোন করে নিরাপত্তার অজুহাতে বন্ধ করার জন্য নির্দেশ দেয়। এরপর বাওনারা বাজারে সাংবাদিক সম্মেলন করার উদ্দোগ নিলেও তা বন্ধ করে দেয়। পরে নিজবাড়ীতে সাংবাদিক সম্মেলন করার জন্য উদ্দোগ নিলে কালুখালী থানা পুলিশ উপস্থিত হয়ে বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, দল ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব। আমি মুলত নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করাসহ জনমত গঠন করছি। এতেও বাধা প্রদান করা দুঃখজনক। এঘটনায় এলাকায় সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করেছে জানা যায়।