বন্দর প্রতিনিধিঃ বন্দরে রুবেল (৩০) নামে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করেছে মাদক সন্ত্রাসীরা। রোববার রাতে নবীগঞ্জের কদমতলী এলাকায় এ হত্যাকান্ডটি সংঘটিত হয়। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছোট ভাই সুমন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত রুবেল কাইতাখালী কদমতলী এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন ওরফে আজগর মিয়ার ছেলে।
মামলায় উল্লেখিত এজাহার নামীয় ধৃত ৪ আসামীরা হচ্ছে,থানার নবীগঞ্জ কাইতাখালী এলাকার ইসব আলী মিয়ার ছেলে সনেট (২০) একই এলাকার আশাবুদ্দিন মিয়ার ছেলে হৃদয় (২০) নবীগঞ্জ এলাকার গোলাম হোসেনের ছেলে তানজিল (২৬) একই এলাকার মনির হোসেন মিয়ার ছেলে সাজেন (২২)কে গ্রেফতারসহ আরো দুইজন আব্দুল হাকিম (২০) ও রোমান (২০) কে আটক করেছে। তবে এজাহারভুক্ত অপর এক আসামী নাজমুল (২৮) পলাতক রয়েছেন।
সুত্রমতে,সোমবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে সনেট কদমতলী এলাকার নিহত রুবেলের বাড়ি সংলগ্ন অপর এক মাদক ব্যবসায়ী আবুলের কাছ থেকে ২ হাজার টাকা আনতে হৃদয়কে পাঠায়। টাকা আনতে গেলে সেখানে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। হৈচৈ শুনে রুবেল ঘরের বাহিরে আসে এবং এ ঘটনার প্রতিবাদ করে। রুবেলের সাথে যোগ দেয় স্থানীয় মাদক বিরোধী কমিটির লোকজন। এখানে কোনো মাদক ব্যবসা করা যাবেনা বলে তারা হুশিয়ার করেন। মাদক ব্যবসা করলে প্রশাসনের হাতে তুলে দিবে বলে তারা জানান।
এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সনেট, নাজমুল, তানজিল, সাজেন, রুমান, হৃদয়, হাসিম গংরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রুবেলকে লোহার রড,লাঠিসোটা দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় রুবেলকে রক্ষা করতে এগিয়ে আসলে বড় ভাই আলামিন ও প্রতিবেশি সুমি আক্তার আহত হয়।
পরে রুবেলকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রুবেলে অবস্থার অবনতি ঘটলে দ্রুত ধানমন্ডি’স্থ একটি ক্লিনিকের আইসিসিওতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় রাত আড়াইটার দিকে রুবেলের মৃত্যু হয়।
পুলিশ ময়নাতদন্ত শেষে রুবেলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। পরে স্বজনদের লাশ হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এজাহার ভুক্ত ৪ আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর এক আসামী নাজমুল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি ২ জন থানা হাজতে আটক রয়েছে।
এদিকে রুবেলের মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফেটে পড়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।