“টোল প্লাজার পাশের বস্তিতে দিনে রাতে চলে দেহ ব্যবসা” শিরোনামে দৈনিক পূর্বকোন পত্রিকায় প্রকাশিত সংবাদটি ঘটনা, স্থান, এবং দিনে রাতে চলা দেহব্যবসা সত্য হলেও উক্ত স্থানের এবং ঐ জায়গার অবৈধ পতিতালয়ের সর্দারনী মিনারা বেগম হিসাবে আমার নামে যে সংবাদটি প্রচার করা হয়েছে সেটা তথ্যভুল, অথবা উদ্দেশ্যে প্রণোদিত, অথবা উক্ত টোল প্লাজায় পাশের আমার ব্যবসা প্রতিষ্ঠান, জহির এন্ড মিনা এন্টারপ্রাইজ এর সুনাম ক্ষুন্ন করার জন্য হয়রানি। আমি মিনারা বেগম ঐ স্থানে যে পতিতালয়ের ব্যবসাগুলো চলছে সেগুলোর সম্পুর্ণ বিরোধী। আমি প্রশাসন এর আসু সুদৃষ্টি কামনা করছি এবং ঐস্থানের পতিতালয়গুলি যারা পরিচালনা করছে তাদের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার সর্বসাধরনের মত দাবি জানাচ্ছি এবং আমার নামে পতিতালয়ের সর্দারনী মিনারা বেগম নামে যে সংবাদটি প্রচার হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি, আমি ঐ জায়গার অবৈধভাবে চলা পতিতা বৃত্তির সাথে কোন সম্পর্ক নেই। আমি ঐ জায়গায় একজন স্ক্রাফ ও ক্যারেট ব্যাবসায়ী।
মিনারা বেগম, জহির এন্ড মিনা এন্টারপ্রাইজ টোল রোড দঃমঃহালি শহর, বন্দর, চট্টগ্রাম
ট্রেড লাইসেন্স নং ৫৬৬৭৮ টিন নং ৫৪৩৯৭৪৩০০০৬৫