আবুল কালাম আজাদঃ ২৯ অগাষ্ট পাংশায় রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ উপজেলা মৎস্য অধিদপ্তর,পাংশা এর ২০১৮-২০১৯ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি খাস, প্রাতিষ্ঠানিক জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবনভূমি, এরকম ১৭টি জলাশয়ে ১০৯০.৯১ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন জনাব মোহা: মজিনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, রাজবাড়ী, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাংশা, জনাব মো: আব্দুস সালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.), পাংশা, অন্যান্য কর্মকর্তা, সহকারি মৎস্য কর্মকর্তা, কালুখালী; জনপ্রতিনিধি, মৎসজীবি, মৎস্যচাষি সহ স্থানীয় গুণীজন। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, এ মাছ অবমুক্ত।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, পোনামাছ অবমুক্তকরণের ফলে পাংশায় মাছ উৎপাদন বৃদ্ধি পাবে, সেই সাথে আমিষের চাহিদা পূরণ হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, পোনা অবমুক্তকরণের ফলে স্থানীয় জনগণের খাদ্য নিরাপত্তাসহ আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে।