সোনারগাঁ প্রতিনিধিঃ জাতীয় শ্রমিক লীগ সোনারগাঁ উপজেলা শাখার উদ্দ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
২৯ অগাষ্ট বুধবার বিকাল ৫ টার সময় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ভুইয়া প্লাজার ৪র্থ তলায় অবস্থিত রেড চিলি রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগের সোনারগাঁ উপজেলা সভাপতি মোঃ মোথলেছুর রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান সামসু প্রমুখ।