বকেয়া বেতন ও বিনা নোর্টিসে কারখানা বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ

522

সোনারগাঁপ্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বকেয়া বেতন ও বিনা নোর্টিসে কারখানা বন্ধ করার প্রতিবাদে  গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় মিলিনিয়াম স্পিনিং এন্ড নিটিং নামের একটি গার্মেন্ট শ্রমিকরা গার্মেন্টের সামনে এ বিক্ষোভ মিছিল বের করে।

খবর পেয়ে কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে আশস্ত করলে শ্রমিকরা বিক্ষোভ মিছিল প্রত্যাহার করে নেয়।

সূত্রে জানা গেছে, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে অবস্থিত মিলিনিয়াম স্পিনিং এন্ড নিটিং নামের একটি গার্মেন্টে কারখানায় গত দু মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই বিনা নোটিশে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা গার্মেন্টের মুল গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে। ঈদের পর ছুটি শেষে বুধবার সকালে সকল শ্রমিকরা কাজে যোগদান করতে এসে দেখে তাদের কারখানার মুল ফটকে তালা ঝুলছে। পরে শ্রমিকরা কারখানার নিরাপত্তাকর্মীদের গেইট বন্ধের কারণ জিঞ্জেস করলে তারা জানায় প্রতিষ্টানের কর্তৃপক্ষরা গার্মেন্ট অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে দিয়েছে। এ খবর শুনে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বকেয়া বেতন ও বিনা নোর্টিসে কারখানা বন্ধ করার প্রতিবাদে  কারখনার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে।

গার্মেন্ট শ্রমিক ইমাম হোসেন, সালমা আক্তার, মনি মুক্তা, রতন মিয়াসহ কয়েকজন শ্রমিক জানান, গার্মেন্ট কর্তৃপক্ষ আমাদের দুই মাসের বেতন বকেয়া রেখেই বিনা নোর্টিসে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। দুই মাস ধরে বেতন না পাওয়ায় ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদের বাসা ভাড়া ও মুদি দোকানে বাকি পড়ে গেছে। আমাদের বেতন পরিশোধ না করলে কিভাবে বাসা ভাড়া ও দোকানদারের পাওয়ানা টাকা পরিশোধ করবো এ ভেবে চিন্তিত হয়ে পড়েছি। তারা আরো জানান, হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা কোথায় গিয়ে চাকরীর ব্যবস্থা করবো।

মিলিনিয়াম স্পিনিং এন্ড নিটিং গার্মেন্টের ব্যবস্থাপক তানভির আহম্মেদ জানান, আমাদের প্রতিষ্ঠানটি কয়েক মাস ধরে লোকসানে চালাতে হচ্ছে তাই বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছি। এখানে যারা কর্মরত আছেন সে সকল শ্রমিকদের আমাদের আরেকটি প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়েছে।