১৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

415

সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের (বন্দর নারাঃসদর) ১৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর শাখা কমিটি। উক্ত কমিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহকে আহবায়ক ও জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আমিনুদ্দিনকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে।

৩১শে আগস্ট শুক্রবার সকালে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ (বন্দর নারাঃসদর) আসনের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইমদাদুল হক,ইসলামী আন্দোলন জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আমিনুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর শাখার সাধারণ সম্পাদক আবুল হাসেম, ইসলামী আন্দোলন শহর শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ইসলামী আন্দোলন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি শেখ মো. হাসান আলী, ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সভাপতি গিয়াসউদ্দিন মো.খালিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগরের সদস্য সচিব মাও.আব্দুল হাকিম ইব্রাহীম প্রমুখ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে মুফতি মাসুম বিল্লাহ বলেন,‘আমাদের সবাইকে সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। আমাদের ভাবতে হবে আমরা সবাই প্রার্থী। ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে সাধ্যমতো কাজ করার চেষ্ঠা করতে হবে। আমরা নারায়ণগঞ্জসহ বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।’

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাফেজ মো. আমিনুদ্দিন বলেন,‘কমিটিতে যাদেরকে মূল সমন্বয়কারী করা হয়েছে সবাই সাধ্যমতো কাজ করার চেষ্ঠা করবেন। আপনারা সকলের সাহায্য ও সহযোগিতা নিয়ে নিজেদের কাজ পরিপূর্ণ করার চেষ্টা করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনকে মডেল হিসেবে পরিণত করতে চায়। তা বাস্তবায়নে সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ।’

নির্বাচন পরিচালনা কমিটির বাকি ১৩ সদস্য হলেন, অর্থ সমন্বয়কারী মো. জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সমন্বয়কারী মো. সামসুল আলম, গণ সংযোগ সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন, মিডিয়া সমন্বয়কারী মো. সফিকুল ইসলাম, অনলাইন সমন্বয়কারী তাজউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী মো. মহিউদ্দিন, আইন ও তথ্য সমন্বয়কারী মো. শাহাদাত হোসেন, পুলিং এজেন্ট সমন্বয়কারী মো. মীর মোসাদ্দেক হোসেন, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ আলী, মো. শরীফ হোসেন, মো. জাকির হোসেন।