সোনারগাঁ প্রতিনিধি:নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন রুপে সজ্জিত হয়েছে সোনারগাঁ বিজয় স্মৃতিস্তম্ভ। ১লা সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় এমপি খোকা এটি উদ্বোধন করবেন বলে জানা যায়।
সুত্র মতে, সোনারগাঁ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পৌরসভার চিলারবাগ পার্কে গত কয়েক বছর পূর্বে নির্মাণ করা হয়েছিলো সোনারগাঁ বিজয় স্মৃতিস্তম্ভ। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদের বরাদ্দকৃত ৩০ লাখ টাকা দিয়ে বিজয় স্মৃতিস্তম্ভকে নতুন রুপে সজ্জিত করা হয়েছে। ১লা সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিজয় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করবেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক শাহীনুর ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী প্রমুখ। এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।