বন্দর প্রতিনিধিঃ বন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ,দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের বন্দর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের মা মাহেলা বেগম শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দরের নবীগঞ্জের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে——–রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফের সামনে নামাজে জানাজা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।