মুক্তিযোদ্ধের ৪৭ বছর পর সোনারগায়ে আনুষ্ঠানিকভাবে বিজয়স্তম্ভ এর উদ্বোধন

562

সোনারগাঁ প্রতিনিধিঃ ১লা সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার থানা রোডের চিলারবাগ এলাকায় ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে বিজয়স্তম্ভ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য মোঃ লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডিং এর সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডিং এর সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সদ্য সাবেক মুক্তিযোদ্ধা ডেপুডি কমান্ডার মোঃ ওসমান গনি। এ সময় সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ও ছাত্রীরা।