সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে সমাবেশে যোগদান করেছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের হাজারও নেতাকর্মী। এ সময় রূপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জিয়া শিশু কিশোর সংগঠন, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল ও তাঁতীদলের নেতাকর্মীরা ঢাকার পল্টনে গিয়াসউদ্দিনের নেতৃত্বে মিছিল করেন।
এ সময় তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। শনিবার সকাল থেকে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে দলের ঐক্য ও আন্দোলনের বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ। বিএনপির নেতাকর্মীরা বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়।