সময়ের চিন্তা ডট কমঃ বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত জনসভায় শো-ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীর ঢাকা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় বিএনপির নেতাদের সামনে শো-ডাউন হাজির হলে নেতা হাত নেড়ে স্বাগত জানায়।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জনসভা শুরুর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে জেলা ছাত্রদলের হাজারো নেতাকর্মী বিশাল মিছিল বের করে। ফলে নয়াপল্টনে লোকসমাগমে মিছিলটি যোগ দিলে নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় এবং নয়াপল্টনের আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ভিড় জমান।
এসময় মশিউর রহমান রনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল কঠোর ভুমিকা রাখবে। প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। এসময় তিনি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবসহ সকল বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।