বিভেদ ভুলে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে-এমপি খোকা

580

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা গতকাল শনিবার দুপুরে পৌরসভার চিলারবাগ এলাকায় শহীদ মজনু পার্কে বিজয় স্মৃতি স্তম্ভের সৌন্দর্য বর্ধনের পর শুভ উদ্বোধন করেছেন। এমপি খোকার উদ্যোগে ৩০ লাখ টাকা ব্যয়ে বিজয় স্মৃতি স্তম্ভের এই সৌন্দর্য বর্ধন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, আগামী সংসদ নির্বাচন হবে একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এতে বিজয়ী হতে স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশ ও দেশের বাইরে সর্বাত্মক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সারাদেশে নিরীহ মানুষ হত্যার পর জঙ্গিবাদ সৃষ্টি করেছে। এরপর মাদকের মাধ্যমে দেশের তরুন ও যুব সমাজকে ধ্বংসের চেষ্টা চালিয়েছে। সম্প্রতি স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকেও তারা তাদের হীন স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে। কাজেই তাদের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে কাঁধে কাঁধ রেখে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভালোবাসেন। তিনি মুক্তিযোদ্ধাদের যেসব সহযোগিতা করছেন, অন্য সরকার ক্ষমতায় গেলে সেগুলো বন্ধ করে দেয়া হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) রুহুল আমিন রিমনের সভাপতিত্বে এবং উপজেলার সদ্য সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনীর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভ‚ঁইয়া, সোনারগাঁ উপজেলার সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান আহমেদ মোল্লা বাদশা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন-  নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক ডেপুটি কমান্ডার-১ অ্যাডভোকেট নূরুল হুদা, সদ্য সাবেক ডেপুটি কমান্ডার-২ মোহাম্মদ আলী চেয়ারম্যান, সাবেক জেলা ইউনিট কমান্ডার খামিউল্লাহ মিলন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, নারায়ণগঞ্জের যুদ্ধকালীন গ্রæপ কমান্ডার আমিনুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরজাহান, সোনারগাঁয়ের বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়ানুরাগী আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলার সদ্য সাবেক সহকারি কমান্ডার জাহিদ হোসেন, সেলিম রেজা, মহিউদ্দিন মাহী, সদ্য সাবেক অর্থ কমান্ডার আব্দুল বাতেন মোল্লা, সদ্য সাবেক সদস্য মফিজুল ইসলাম খাঁন, সদ্য সাবেক পৌরসভা কমান্ডার হাবিবুর রহমান কাজল, উপজেলার সকল ইউনিয়নের সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সোনিয়া আক্তার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানবৃন্দ।