স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার (নিরস্ত্র) জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন । গত ২৯ আগস্ট বুধবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম, পিপিএম, (বার) আনুষ্ঠানিকভাবে এসআই আব্দুল হক শিকদারের অনুপস্থিতিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদ আলম পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সদর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ। সোনারগাঁ থানায় অধিক হারে সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলা তদন্ত করে তার রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের দেয়া এ পুরস্কারটি ওসি মোঃ মোরশেদ আলম পিপিএম ১ সেপ্টেম্বর শনিবার এসআই আব্দুল হক শিকদারের হাতে তুলে দেন।
সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম ডাকাতি, হত্যা, সন্ত্রাসী ও মাদক মামলার রহস্য উদঘাটন করে আসামিদের দ্রæত গ্রেফতার করায় বিশেষ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ এসআই আব্দুল হক শিকদারকে একাধিকবার সনদ ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করেন ।
এছাড়া এসআই আব্দুল হক শিকদার বিভিন্ন থানায় কর্মরত থাকাকালীন সময় একাধিকবার এই শ্রেষ্ঠত্বের পুরস্কারও অর্জন করেছিলেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদ আলম পিপিএম এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত সোনারগাঁ থানা পুলিশের এই চৌকস পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল শিকদার আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে সফলতা অর্জন করে যাচ্ছেন।