বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-২

440

বন্দর প্রতিনিধিঃবন্দরে ২১পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩’শ গ্রাম গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।  শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে নারায়গঞ্জ  টানবাজার কলোনী এলাকার রামকৃষ্ণ দাসের ছেলে সানো (২৬) ও বন্দর ইউনয়ন’ন্থ তিনগাঁও এলাকার আব্বাস মিয়ার ছেলে জাহিদ হাসান।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। যার নং ২(৯)১৮ ও ৩(৯)১৮।

জানা গেছে,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এএসআই জালালের নেতৃত্বে থানার রুপালী আবাসিক এলাকা হতে সানোকে ৩’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই রাতে বন্দর থানার এসআই আনোয়ার হুসাইনের নেতৃত্বে থানার তিনগাও এলাকা হতে জাহিদকে ২১পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ধৃতদের রোববার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।