২৫ নং ওয়ার্ড আ.লীগ নেতাদের সাথে ভিপি বাদলের উঠান বৈঠক

450

সময়ের চিন্তা ডট কমঃ বন্দরে ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল)।

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নাসিক ২৫ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা হাজী শাহ্জাহানের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর হোসেন, নাসিক ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শাহ্ আলম, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জসিমউদ্দিন জসিম, সহ সভাপতি মাজহারুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো. জুয়েল, শহর যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, নাসিক ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, শহর যুবলীগ নেতা মো. ইয়াকুব আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগ বন্দর থানা শাখার সভাপতি মো. হাবীব, আওয়ামীলীগ নেতা জুলহাস, আলামিন প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের চিত্রই বদলে দিয়েছেন। তিনি বয়স্কদের ভাতা দিচ্ছেন, বিধবাদের ভাতা দিচ্ছেন। বয়স হলে যাতে অন্যের দ্বারস্থ হতে না হয় তাই তিনি এইসব ভাতার ব্যবস্থা করেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন, পদ্মা সেতু নির্মাণ করছেন, বিভিন্ন স্থানে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছেন শেখ হাসিনার সরকার। কি করেন নাই বঙ্গবন্ধু কন্যা। সব করে দিয়েছেন। চারদিকে কেবল এখন উন্নয়ন আর উন্নয়ন। মানুষকে উন্নয়নের কথাগুলো বলবেন। উন্নয়ন চাইলে শেখ হাসিনার সরকার বারবার দরকার।’

তিনি আরো বলেন, ‘এই নারায়ণগঞ্জে উন্নয়নের স্রোত বইছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উন্নয়নের স্রোতের ধারা অব্যাহত রাখতে মানুষ নৌকায় ভোট দিবে। ভবিষ্যতে বন্দরের এইসব জায়গার দাম অনেক বেড়ে যাবে। কারণ যখন শীতলক্ষ্যা সেতু হবে তখন এই রাস্তা হবে ফোর লেনের তখন এইসব জায়গার দাম বেড়ে যাবে। এই নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি, নৌকার ঘাটি।’