সোনারগাঁ প্রতিনিধিঃসোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম গতকাল মঙ্গলবার উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর চিনতলাস্থিত মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রামকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে। তাই দেশের প্রতিটি নাগরিক যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। প্রধানমন্ত্রীর ঘোষনাই হলো- ধর্ম যার যার, উৎসব সবার। তিনি এদেশে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেছেন। এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী যেভাবে ভাই ভাইয়ের মত মিলে মিশে বসবাস করে তা পৃথিবীর ইতিহাসে বিরল।
আসন্ন সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম বলেন, বিএনপি-জামায়াত এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। তারা ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের বাড়িঘর ছাড়া করবে। সারাদেশে অরাজকতা সৃষ্টি করতে তারা রক্তের হলি খেলার প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই আগামী নির্বাচনে স্বাধীনতার বিরোধী এই অপশক্তিকে পরাজিত করে বাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আর এজন্য সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুবোধ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভৌমিক, বিশিষ্ট শিল্পপতি অমল পোদ্দার (সিআইপি), সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হাজী শাহাবুদ্দিন সাবু, আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান সামসু, শেখ রুহুল আমিন, লুৎফর রহমান শাহীন, কাজী মাসুদ, আরিফ হোসেন, সেজু আহমেদ সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী।