স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সোনারগাঁ থানা পুলিশ তাদেরকে বারদী ইউনিয়ন থেকে আটক করে। এঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে পরদিন গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সোনারগাঁ থানা পুলিশের এসআই ইছহাক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে গভীর রাতে বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এদের মধ্যে নাগপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ শামিম (২২) কে ৩০পিছ ইয়াবা, আলমদী গ্রাম থেকে মহাসীন মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬) কে ২০ পিছ ইয়াবা ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ আল আমিন (২৪) কে ১৫ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মাদক বিরোধী এই অভিযানে পুলিশকে সহযোগীতা করেন বারদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাইয়ান সরকার।
এসময় বারদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাইয়ান সরকার বলেন, আগামী সাত দিনের মধ্যে বারদী ইউনিয়নকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। এলাকার যুব সমাজকে মরন নেশা মাদক সেবন থেকে বিরত রাখার দায়িত্ব পরিবারের সকলের। তিনি বলেন, আপনারা যদি আপনাদের সন্তানদের সাবধান না করেন তাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। আজ মাদকে আসক্ত হচ্ছে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা। জড়িয়ে পড়ছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে। আপনাদের সন্তান কার সাথে চলাফেরা করে, তার প্রতি নজর রাখুন। আমি যতদিন আছি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করলাম। আমি বেঁচে থাকতে বারদী ইউনিয়নের কাউকেই মাদক সেবন করতে দেব না, মাদক ব্যবসায়ীও থাকবে না। এখনো সময় আছে পারিবারিকভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে সাবধান করুন।
এব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদ আলম পিএিম জানান, মাদক বিরোধী অভিযানে পুলিশকে সহযোগীতা করায় আমি বারদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাইয়ান সরকারকে ধন্যবাদ জানাই এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।