বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ ও ২ এর আওতাধীণ সকল কর্মকর্তা-কর্মচারীদের ভিক্ষুক মুক্তকরণ,ভিক্ষুকদের কর্মসংস্থান ও পূনর্বাসনের লক্ষে তহবিল গঠন করা হয়েছে। গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়ার নিকট সকল কর্মকর্তা ও কর্মচারীরা ১ দিনের মূল বেতনের সমপরিমাণ ৫ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন,নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অবশেষে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ সাইদুল ইসলামসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সোনারগাঁ শাখার ডাচবাংলা ব্যাংকের সাড়ে ৫লাখ টাকার চেক জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন।