সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিষ্টির দোকার ও খাবারের হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী হচ্ছে খাবার। হোটেলগুলোর পেছনের দিকে খাবার তৈরির ব্যবস্থা থাকায় এবং তা উন্মুক্ত না হওয়ায় এসব অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির চিত্র সাধারন মানুষের চোখে দৃশ্যমান হয়না। মঙ্গলবার মোবাইল কোর্টের অভিযানে সবগুলো খাবার হোটেলেই এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির চিত্র দেখা যায়।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে শুরু হয় মোবাইল কোর্টের এই অভিযান। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারনে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা সংলগ্ন মোহম্মদীয়া, প্রাণ ভল্লব মিষ্টির দোকান, আদমজী ইপিজেড এলাকার মোহম্মদীয়া-২, আল মদিনাসহ বেশ কয়েকটি খাবারের হোটেলকে সতর্কতা স্বরুপ ২ হাজার টাকা করে জরিমানা করেন নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যোট জ্যোতিবিকাশ চন্দ্র ও মহিলা ম্যাজিস্ট্র্যোট শারমিন আরা।
এসময় জ্যোতিবিকাশ চন্দ্র বলেন, অধিকাংশ খাবার হোটেলেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। তাই এসব হোটেল মালিকদের সতর্কতা স্বরুহপ ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আর কাউকে ছাড় দেয়া হবেনা। অস্বাস্থ্যকর পরিবেশে কোন প্রতিষ্ঠানে খাবার তৈরি করা হলে ঐসব প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হবে। এছাড়া মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।