ষ্টাফ রিপোর্টারঃ একটি চিিহ্নত কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে হুমকীর মুখে জীবনের নিরাপত্তা চেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে বুধবার সকালে সাংবাদিক মনির হোসেন লিখিত আবেদন করেছেন। যার ডায়রী নং-আর-১৪৫২/ভি।
জানাযায়, দৈনিক খবরপত্র পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ডট কমের সম্পাদক মোঃ মনির হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ চিিহ্নত ও বহিরাগত কিছু কুচক্রী মহল তাকে বিভিন্ন ভাবে হয়রানী করছে।
পুলিশ সুপার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে সাংবাদিক মনির লিখিত আবেদন করেন। আবেদনে জানাযায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের মৃত হাজী তাহের মিয়ার ছেলে মনির হোসেন সাংবাদিকতার পাশাপাশি ফতুল্লা রেল ষ্টেশন মোল্লা মার্কেটে সুনামের সহিত ইলেক্ট্রনিক্স ব্যবসা করে আসছে এবং অত্র মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের একজন সদস্য। বেশ কিছুদিন ধরে একটি চিিহ্নত কুচক্রী মহল সাংবাদিক মনিরকে ক্ষতিগ্রস্থ করার লক্ষ্যে এবং স্থানীয় ভাবে সামাজিক মানসম্মান ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক, কয়েকটি অনলাইন নিউজপোর্টাল ও কয়েকটি দৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা তথ্য পরিবেশন করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
গত ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় মনিরের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে চিিহ্নত ও বহিরাগত কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে জীবননাশের হুমকী দেয় এবং সাংবাদিক মনিরকে মিথ্যা বানোয়াট মামলা মোকদ্দমা দিয়ে পুলিশি হয়রানী করবে বলেও হুমকী দেয়। শুধু তাই নয় গত কয়েকদিন যাবৎ কুচক্রী মহল ও সন্ত্রাসীরা তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে মহড়া দিচ্ছে।
বর্তমানে সাংবাদিক মনির হোসেন ও তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যপারে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জীবনের নিরাপত্তা চেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে দাবী জানান।