বন্দর প্রতিনিধিঃ বন্দরে মোবারক হোসেন নামে এক মুদি ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ব্যবসায়ীক কাজে নারায়নগঞ্জ সদর’স্থ নিতাইগঞ্জ পাইকারী মার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার তিনি আর বাড়ী ফিরেনি। নিখোঁজ মোবারক হোসেন বন্দর শাহী মসজিদ এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে।
এ ব্যাপারে বুধবার সকালে তার স্ত্রী রিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন।
তথ্যানুযায়ী জানা গেছে,তার স্বামী দীর্ঘদিন যাবৎ বন্দর শাহীমসজিদ মেইনরোড সংলঘœ নিজবাড়ীর নিচতলায় মুদি ব্যবসা করে আসছে। প্রায় সময়ই তিনি দোকানের মুদি মালামালের জন্য নারায়নগঞ্জ নিতাইগঞ্জ ও ষ্টেশনারী মালামালের জন্য কালিরবাজার মার্কেটে যান। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেলে তিনি নিজ বাসা হতে মালামাল ক্রয় করার জন্য টাকা-পয়সাসহ বাড়ী থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। আতিœয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।