নিজস্ব প্রতিনিধিঃর্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১ সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা বাসষ্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রুবেল ভূঁইয়া (৩৩) পিতা- মৃত তমিজ উদ্দিন ভূঁইয়া, সাং- তারাবো দক্ষিণ পাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জকে বরপা বাসষ্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেহ তল্লাশী করে করে ০২টি বিদেশী পিস্তল, ০২ টি গুলি ভর্তি ম্যাগাজিন ও ০১টি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকায় জনসাধারণ এর মধ্যে আতংঙ্ক সৃষ্টি করে আসছে। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকন্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মাদক সহ বিভিন্ন অপরাধের অসংখ্য মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।