বন্দরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে প্রহার!! থানায় মামলা

746

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৫ লাখ টাকা যৌতুকের টাকার দাবিতে গৃহবধূ সুমা বিশ্বাসকে পিটিয়ে নির্যাতন করেছে পাষন্ড স্বামী বিমল বিশ্বাস। গত সোমবার রাতে থানার শাহী মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ সুমা শাহী মসজিদ এলাকার বজেন্দ্র কর্মকারের মেয়ে।

এ ব্যাপারে  সুমা বাদী হয়ে বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং- ২৫(৯)১৮ইং।

জানা গেছে, গত ১৫বছর পূর্বে সুমার সাথে মুন্সিগঞ্জ জেলার খাসুর এলাকার মৃত প্রফুল্ল বিশ্বাসের ছেলে বিমল বিশ্বাসের সাথে সনাতন ধর্মানুযায়ী পারিবারিকভাবে বিবাহ হয়। দীর্ঘদিন ধরে বিমল দম্পত্তী শাহী মসজিদ এলাকায় বসবাস করে আসছে। তাদের সংসারে ৩টি সন্তানের জন্ম হয়। বিবাহের পর থেকেই বিমল ব্যবসায়ের কথা বলে বিভিন্ন সময় সুমার থেকে টাকা দাবী করত। এ নিয়ে প্রায়ই বিমল তাকে মারধর করত। এমনকি সন্তানদের ভরন-পোষন পর্যন্ত বন্ধ করে দিত। মাঝে মাঝে বিমল স্ত্রী সন্তানদের ফেলে ভারতে চলে যেত। ফিরে এসেই তার স্ত্রীকে টাকার জন্য চাপ দিত।

এরই ধারাবাহিকতায়,গত ১০সেপ্টেম্বর বিমল যৌতুকের ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সুমাকে চাপ দিলে সে দিতে অস্বীকৃতি জানায়। এতে বিমল ক্ষিপ্ত হয়ে তাদের ঘরের দরজা বন্ধ করে সুমার উপর অমানবিক নির্যাতন চালায়। এক পর্যায় বিমলে লাঠি-সোটার আঘাতে রক্তাক্ত জখম হয়।

এ ব্যপারে গৃহবধু সুমা বাদী হয়ে সোমবার রাতে বন্দর থানায় স্বামী বিমল বিশ্ব্যাসকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।