বন্দরে অত্যন্ত উৎসব মূখর পরিবেশে নাসিক ২১নং ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরন কর্মসূচী শুরু হবে

430

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অত্যন্ত উৎসব মূখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ডে রাত পোহালেই স্মার্ট কার্ড বিতরন কর্মসূচী শুরু হবে। বুধবার সকাল ৯টায় ২১নং ওয়ার্ডের শাহীমসজিদস্থ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে এ স্মার্ট কার্ড বিতরনের উদ্বোধন শুরু হবে।

স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরনের উদ্বোধণ করবেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার। এ উপলক্ষ্যে সুশৃঙ্খলভাবে এ কর্মসূচী সফল করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা যায়।

নাসিক ২১নং ওয়ার্ডস্থ  এনায়েত নগর এলাকার ৩৪৫৩টি জাতীয় পরিচয় পত্র কার্ডধারীদের এ স্মার্টকার্ড প্রদান করা হবে বুধবার,এসএস শাহ রোড ও বাংলাদেশ পাড়ায় বৃহস্পতিবার ৪২৯০টি কার্ডধারীদের,শুক্রবার ছালেনগর ও সোনাবিবি রোড এলাকার ৩৪৪৫টি কার্ডধারীদের শনিবার দত্তবাড়ী-শাহীমসজিদ এলাকার ৩৪৩৫টি কার্ডধারীদের যথাক্রমে এ স্মার্টকার্ড বিতরন করা হবে।