উদ্বোধন করা হলো “শেখ হাসিনা তিতাস সেতু”

626

নুরুন নাহার প্রধানঃ আজ উদ্বোধন করা হল কুমিল্লার তিতাস নদীর উপর Y- আকৃতির “শেখ হাসিনা তিতাস সেতু”। সেতুটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেতুটির দৈর্ঘ্য ৭৭১ মিটার বলে জানা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ হোমনা বান্ছরামপুর মুরাদনগর উপজেলার  তিতাস নদীর উপর নির্মিত দেশের একমাত্র’ শেখ হাসিনা তিতাস সেতুর শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে কুমিল্লা (উঃ)জেলা আঃলীগের সহ- সভাপতি-সেলিমা আহমাদ মেরী আপার নির্দেশে অনুষ্ঠানে প্রতিনিধিদল অংশ গ্রহণ করেন