পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দুর্বত্তদের হামলায় আহত

458

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ দুর্বত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে। শুত্রবার রাত ৮ টায় পাংশা সার্কেল এসপি অফিসের মাত্র ২ শ গজ দুরে  এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮ টায় পাংশা শহর থেকে বাড়ী ফিরছিলেন সাংবাদিক আবুল কালাম আজাদ। সে  পাংশা সার্কেল অফিসের ২ শ গজ দুরে এলে ওঁৎ পেতে থাকা  একদল দুর্বত্ত তাকে হামলা করে। দুর্বত্তরা লোহার রড দিয়ে পিটিয়ে সাংবাদিক আবুল কালাম আজাদের  হাত ও পা ভেঙ্গে দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে  হাসপাতালে পাঠায়। পরে পরিবারের লোকজন এসে তাকে গুরুতর অবস্থায় ঢাকায় নিয়ে যায়।

এ ঘটনায় রাজবাড়ী,পাংশা ,কালুখালী,বালিয়াকান্দি ও গোয়ালন্দের সাংবাদিকগন নিন্দা জানিয়েছেন।

সাংবাদিকগন  সাংবাদিক আবুল কালাম আজাদ ফদিপুরের  বাঙ্গালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার। এছাড়া সে  ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর ও কুষ্টিয়া থেকে প্রকাশিত  দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার পাংশা প্রতিনিধি। সে পাংশা উপজেলা প্রেসক্লাকের সভাপতির দায়িত্ব পালন করছেন।