বন্দরে পুরস্কার ঘোষিত মাদক সম্রাট আয়নালসহ গ্রেফতার-৩

454

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১৫ পুড়িয়া হেরোইন ও ৮৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন থানার চিড়াইপাড়া এলাকার নারায়নগঞ্জ পুলিশ সুপার কর্তৃক পুরষ্কার ঘোষিত মৃত মজিদ ভূইয়ার ছেলে আয়নাল হক,হাজরাদী চানপুর এলাকার মৃত আঃ রব মিয়ার ছেলে মোঃ আলাল মিয়া ও শাহী মসজিদ এলাকার মৃত আঃ বকর মিয়ার ছেলে আবুল হোসেন।এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা এন্ট্রি হয়েছে।  যার নং ৬৯,৭০,৭১(৯)১৮ইং।

জানা গেছে,গত বুধবার রাতে কামতাল ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুরস্কার ঘোষিত চিহিৃত মাদক ব্যবসায়ী আয়নাল হককে চিরাইপারা এলাকা থেকে ৫৮পিছ ইয়াবাসহ আটক করে। অপরদিকে একই রাতে পৃথক অভিযানে মদনগঞ্জ ফাঁড়ীর ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েলের নেতৃত্বে মাদক ব্যবসায়ী আলাল মিয়ার কাছ থেকে ৩০ পিছ ও বন্দর থানার এএসআই ইলিয়াস খান টাইগারের নেতৃত্বে শাহীমসজিদ মাতৃসদন হাসপাতালের সামনে থেকে আবুল হোসেনের কাছ থেকে ১৫পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

ধৃতদের বৃহস্পতিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।