সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে মিনারুল (২৫) ও মজনু (২৭) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর সোনাপুর কলাবাগান এলাকায় হাসনা বেগমের বাড়ি থেকে তা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদশা ও লাইলি বেগম নামে ২ জনকে আটক করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, নীলফামারি জেলার ডোমার থানার জোড়াবাড়ি গ্রামের এরশাদুলের ছেলে মিনারুল ও একই থানার ব্রামানিয়া গ্রামের দুলু মিয়ার ছেলে মজনু গত ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর কলাবাগান এলাকায় হাসনা বেগমের বাড়ির ভাড়াটিয়া বাদশা মিয়ার বাসায় বেড়াতে আসে। বাদশা মিয়া নীলফামারি জেলার ডোমার থানার উত্তর গোমনাথ গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাসায় মিনারুলের গলাকাটা লাশ এবং গলায় ফাঁস দেয়া অবস্থায় মজনুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মজনুর গলা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশা ও ওই বাড়ির আরেক ভাড়াটিয়া লাইলি বেগমকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার পর থেকে বাড়ির মালিক হারেস মিয়া ও হাসনা বেগম পলাতক রয়েছে।