নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার্থী অনুপাতে ছিল না শ্রেণিকক্ষ। ছিল না প্রয়োজনীয় সংখ্যক ওয়াস রুম। এমনকি বিদ্যুতিক সংযোগও নেই। এ রকম সংকটে একদিকে দূর্ভোগে ছিলো শিক্ষার্থীরা, অন্যদিকে ব্যাহত হচ্ছে পাঠদান।
গত বৃহস্পতিবারও (২৭ সেপ্টেম্বর) এ চিত্র ছিলো কনকাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তবে আগামী শনিবার থেকে পাল্টে যাবে বিদ্যালয়টির দৃশ্য। থাকবে না দূর্ভোগ, আর ব্যাহত হবে না পাঠদান।
ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা এর অর্থায়নে মোসাম্মৎ লুৎফা বেগম নামক ৪টি শ্রেণি কক্ষ বিশিষ্ট ২ তলা ভবন নির্মাণ করা হয়েছে স্কুলটিতে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সেই ভবনটির উদ্বোধন করেছেন স্থানিয় সাংসদ।
জানা গেছে, ১৯৫৮ সালে ১শ ১১ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০০৬ সালে সরকার ৩টি শ্রেণি কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেছিলো। কিন্তু এখনও ওই ভবনটিতে বিদ্যুতিক সংযোগ নেই। সাড়ে ৬শ শিক্ষার্থীর বিপরীতে পাঠ দানের উপযোগী শ্রেণিকক্ষ ওই ৩টি ছিলো। ফলে একই কক্ষে দুইটি শ্রেণির শিক্ষার্থীদের বসে পড়াতে হয়েছে। তবে নতুন ভবনে কার্যক্রম শুরু করলে আর কোন সমস্যা হবে না। মুখে আনন্দের ঝিলিক রেখে এমনটাই জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়টির এ নতুন এ ভবন উদ্বোধন করেন সাগুফতা ইয়াসমিন এমিলি। ম্যানেজিং কমিটির সভাপতি মনির মাষ্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রোনি গ্রুপের এমডি ও নরসিংদী-৪ আসনের এমপি প্রার্থী এইচ.এম আসলাম সানি, ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা বেগমের পিতা মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বি.এম. শোয়েব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ কনক, ও লৌহজং তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, নীলা হোসনে আরা এর ছোট ভাই শিক্ষানুরাগী তারেক লতীফ প্রমুখ।
যার অর্থায়নে এলাকার অভিভাবকসহ সকলের মুখে হাসি সেই নীলা হোসনে আরা বেগম বিদ্যালয়ের নব ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমার মা মোসাম্মৎ লুৎফা বেগম আজ থেকে ২০ বছর আগে পৃথীবি ছেড়ে চলে গেছেন। একজন সন্তান হিসেবে আমি চেয়েছি তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে। তারই ফলশ্রæতিতে আজ আপনাদের সামনের এই লুৎফা ভবন। নিজ অর্থায়নে ভবনটি নির্মাণ করতে অনেকের কাছেই যেতে হয়েছে। ২-৩দিন সইতে হয়েছে বিড়ম্বনা। তারপর মনির মাষ্টার, আমার ভাই তারেক লতিফ ও স্কুলের শিক্ষকদের সহযোগীতাই শেষ পর্যন্ত সফল হয়েছি।
উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার বলেন, আমরা সব সময় বলি, সরকার এটা করে দেয়নি, ওটা করে দেয়নি। কিন্তু একটি দেশকে উন্নত করতে হলে শুধু সরকারের দিকে নয়, নিজেদেরও এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন, এখন আমাদের দায়িত্ব দেশকে উন্নত করার। এই বিক্রমপুরে নীলা হোসনে আরা এর মতো অনেক লোক আছেন, যারা দেশকে কিছু দিতে চান। কিন্তু দেওয়ার জায়গা খোঁজে পান না। অনেক সময় তারা ইচ্ছে করে আসলেও আমার তাদের কাজ থেকে নিতে পারি না। আমি আশাকরি সমাজের উন্নয়নে সকল বৃত্তবানরাই এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ধর্মীয় গ্রন্থে আছে, ধনীর সম্পদে গরিবের হক রয়েছে। ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা আপা যেভাবে স্কুলটিকে উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন, তা এই এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীতে যে কোন স্কুলের সমস্যা দেখলে আমি নীলা হোসনে আরা আপার কাছে যাবো।
এসময় সাংসদ আরো বলেন, নীলা হোসনে আরা আপার মতো যারা বৃত্তবান আছেন, আমি আশা করবো আপনার আমাদের এখানকার নদী ভাঙ্গা মানুষ, বেঁদেসহ গরিবের পাশে থাকবেন।