নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।
২৮ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় ও কলেজে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।