বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ও বন্দর থানা পুলিশের যৌথ অভিযানে নারী মাদক সম্রাজ্ঞীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও পালিয়ে গেছে অপর চিহিৃত মাদক ব্যবসায়ী শুক্কুর(৩৫)। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলাবাহিনীর যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় ধৃতদের কাছ থেকে ৬’শ৬০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথকভাবে ৩টি মামলা রুজু করা হয়েছে।
তথ্যসুত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এএসআই ইলিয়াস খান টাইগার সঙ্গীয়ফোর্সসহ এমরামপুরস্থ ইস্পাহানী এরাকার আক্তার হোসেন মিয়ার বাড়ীর ৪র্থ তলার একটি ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকার হাসেম সরদারের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ৬০পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। অপরাপর অভিযানে একই এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে নবীগঞ্জ উইলসন রোড’স্থ খাদেম সাদেকুল ইসলামের ভাড়া বাড়ীতে অভিযান চালিয়ে হাবিবুর রহমান হবির পুত্রবধু মাদক ব্যবসায়ী শুক্কুর মিয়ার স্ত্রী মাদক স¤্রাজ্ঞী সালমাকে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী শুক্কুর।
অপরদিকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)’র এসআই আরিফুর রহমানের নেতৃত্বে নবীগঞ্জ লোহিয়ার পুল কাচা রাস্তার সামনে মাদক অভিযান চালিয়ে কাইতাখালী এলাকার মৃত আলী আক্কাস মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আসলাম(৩৫)কে ১’শপিছ ইয়াবাসহ গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।