হাসান মজুমদার বাবলুঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে বাস চাপায় সাদিয়া আক্তার নামের এক স্কুল ছাত্রী নিহত হবার গুজবে বাস ভাংচুর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা । বৃহস্পতিবার সকালে কাঁচপুর থেকে মদনপুরগামী একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলে ওই শিক্ষার্থী নিহত হয় বলে গুজব রটে। প্রতিবাদে শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী একত্রিত হয়ে বাসে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থী বর্তমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে।
এলাকাবাসী জানায়, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থী ও সোনাপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার রাস্তা পার হচ্ছিল। কাঁচপুর থেকে মদনপুরগামী একটি বাস তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী চাপা দেওয়া বাসে অগ্নিসংযোগ করে। এছাড়াও মহাসড়কে ১০-১২টি গাড়ি ভাংচুর করে। এসময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঘাতক বাস চালক ও হেলপারকে গ্রেফতারের আশ্বাসে অবরোধকারীদের শান্ত হয়ে সড়ক থেকে সড়ে যায়। যান চলাচল এখন স্বাবাভিক রয়েছে সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়নে করা হয়েছে।