সোনারগাঁ প্রতিনিধি, সময়ের চিন্তা ডট কম: সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম গতকাল শনিবার বিকেলে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় তিনি বিগত দশ বছরে আওয়ামী সরকারের উন্নয়নের চিত্রগুলো মানুষের সামনে তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
গণসংযোগকালে মাহফুজুর রহমান কালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সমসাময়িক ইতিহাসে সাধারণত কোন দেশের ভৌগলিক সীমানা বৃদ্ধির খবর পাওয়া যায় না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা কোন ধরণের যুদ্ধ বিগ্রহ ছাড়াই সমুদ্র সীমা জয় করেছেন। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্যদিয়ে মহাকাশ জয় করেছেন। তিনি ক্ষমতায় থাকলে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে সাহস পায় না। বহির্বিশ্বের সাথে বন্ধুত্বের সম্পর্ক রেখেই নিজের দেশের উন্নয়নে ব্যস্ত জননেত্রী শেখ হাসিনা। তাই আগামী সংসদ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করবেন বলে আমার বিশ্বাস।
মাহফুজুর রহমান কালামের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, কাঁচপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান সামসু, খোরশেদ মোল্লা, জেলা তাঁতীলীগের সিনিয়র সহ সভাপতি দেওয়ান কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদির জীলানী, উপজেলা শ্রমিকলীগ নেতা মোবারক সরকার, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন, আল-আমিন, আব্দুন নূর, শাহীন সারোয়ার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ আনোয়ার বিপু, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয় ও তাহমিদ ইসলাম আকিব, সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সজিব সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।