সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস ব্যবহারের অপরাধে তিন কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করে। এসময় কারখানা ৩টির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বি এম রুহুল আমিন রিমন জানান, অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে রবিবার বিকেলে উপজেলার কাঁচপুর ললাটি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এস এস ক্যামিকেল কয়েল ফ্যাক্টরীর মালিক আশরাফুল হককে ১ লাখ টাকা, ললাটি অতুল নগরের সাফা ক্যামিকেল কয়েল ফ্যাক্টরীর মালিক রিয়াজকে ১ লাখ টাকা ও উপজেলা জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় খন্দকার ফ্যান ইন্ডাস্ট্রিজের মালিক নেছারউদ্দিন আহম্মেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।