সোনারগাঁয়ে কন্যা শিশু ও বাল্যবিবাহ দিবসে পালিত হয়েছে মানববন্ধন

482

সময়ের চিন্তা ডট কমঃ থাকবে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কন্যা শিশু ও বাল্য বিবাহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ এলাকায় আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম।

সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন। সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাবিকা সুলতানা, সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজ, সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন সমিতির নারী সদস্যরা অংশ নেন।