ড্রেজার ব্যবসায়ী জাহাঙ্গীর পাওনা টাকা আদায়ে প্রশাসনের সহযোগিতা চান

504

সময়ের চিন্তা ডট কম, সোনারগাঁ প্রতিনিধিঃসোনারগাঁয়ে জাকির হোসেন নামে এক ঠিকাদারের কাছে পাওনা ১৩ লাখ ৭৯ হাজার টাকা আদায়ের জন্য জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন জাহাঙ্গীর আলম নামে এক ড্রেজার ব্যবসায়ী। পরে ওই ঠিকাদার উক্ত টাকা পরিশোধের অঙ্গিকার করেন। কিন্তু স্থানীয় একটি কুচক্রি মহল ঠিকাদারের সাথে ড্রেজার ব্যবসায়ীর মধ্যকার দ্ব›দ্ব আরো বাড়িয়ে দিয়ে টাকা আদায়ে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ড্রেজার ব্যবসায়ী প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

ড্রেজার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, একটি নিচু জমিতে বালু ভরাট বাবদ আমি জাকির হোসেন নামে এক ঠিকাদারের কাছে ১৩ লাখ ৭৯ হাজার টাকা পাওনা আছি। ঠিকাদার উক্ত টাকা দিতে গড়িমসি করায় আমি টাকা আদায়ের জন্য জেলা পুলিশ সুপারের কাছে সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ করেছিলাম। পরে পুলিশ সুপার বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। এদিকে খবর পেয়ে ঠিকাদার জাকির হোসেন আমার পাওনা টাকা শীঘ্রই পরিশোধ করবেন বলে অঙ্গিকার করেন। ফলে সমস্যা সমাধানের পথে চলে আসে।

কিন্তু এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জল ঘোলাটে করার উদ্দেশ্যে সম্প্রতি একটি ষড়যন্ত্রকারী তৃতীয় পক্ষ ওই ঠিকাদারের বিরুদ্ধে আমাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ তুলে মনগড়া অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা সাংবাদিকদের এই মিথ্যা তথ্য দিয়ে খবরও প্রকাশ করিয়েছে। এতে আমার সাথে ঠিকাদার জাকির হোসেনের নতুন করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় আমার পাওনা টাকা আদায়ে নতুন সমস্যার উদ্ভোব হচ্ছে। তাছাড়া জাকির হোসেন সম্পর্কে আমার প্রতিবেশী ও ভাই হন। তার কাছে আমি টাকা পাই সত্য। কিন্তু সে আমাকে হত্যার কোন হুমকি দেয়নি। তাই ওই ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এ ব্যাপারে ঠিকাদার জাকির হোসেন জানান, আমার কাছে জাহাঙ্গীর আলম যে টাকা পায় আমি তা পরিশোধ করে দিবো।