সময়ের চিন্তা ডট কম, সোনারগাঁ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন পৌরসভার দৌলরবাগ এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে শাহজাদা মিয়ার (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে অজ্ঞাতরা তার লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শাহজাদা মিয়ার ছোট ভাই নূর হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে তার ভাই শাহজাদা মিয়া মুঠোফোনে জানায় তিনি কাঁচপুর বালু মহলে ডিউটি করছেন। পরে রাত ৪টার দিকে তার মোবাইল থেকে তার মেয়ে হ্যাপীর মোবাইলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায়, তোমার আব্বু খুবই অসুস্থ। তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ খবর শুনে আমরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি তার লাশ বাইরে পড়ে রয়েছে। তখন ওই অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে পাওয়া যায়নি এবং শাহজাদা মিয়ার মোবাইলটি বন্ধ রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাদা মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।