মাধ্যমিক জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন সোনারগাঁয়ের কৃতি সন্তান ভেন্ডার গিয়াস উদ্দিন চৌধুরী

523

সময়ের চিন্তা ডট কম,বন্দর প্রতিনিধিঃসোনারগাঁ উপজেলায় মাধ্যমিক জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন সোনারগাঁয়ের কৃতি সন্তান নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ভেন্ডার গিয়াস উদ্দিন চৌধুরী। গত বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে এ পরিদর্শণ করেন তিনি।

এ  সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশ্নপত্র দেখে পরীক্ষা দেয়ার উপদেশ দেন। পাশাপাশি তিনি ভবিষ্যৎ প্রজন্মদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জুনিয়র মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় ২৬টি বিদ্যালয়ের ২৮৮জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। এ সময় সোনারগাঁ উপজেলা প্রসাসনের সার্বিক তত্বাবধানে এ পরীক্ষা অত্যন্ত শৃঙ্খলানুযায়ী অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিদর্শণকালে গিয়ান উদ্দিন চৌধুরী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন,বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ,রাশেদুল ইসলাম,খায়রুল ইসলাম,সাইদুর রহমান,ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম,মনির হোসেন,শাকিল খান,আনোয়ার হোসেন,মোঃ মহসিন,আশরাফুল ইসলাম রাজু প্রমূখ।