কলার চোকলা যেমন কলাকে সুরক্ষিত রাখে তেমনি এই সমাজটাকেও সুরক্ষা দিতে হবে- সেলিম ওসমান

490

সময়ের চিন্তা ডট কম,নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেন, কলার চোকলা যেমন কলাকে সুরক্ষিত রাখে তেমনি এই সমাজটাকেও সুরক্ষা দিতে হবে। তাহলেই লাঙ্গলবন্দ স্নানের আনন্দ সারা দেশে ছড়িয়ে পড়বে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এ মূল মন্ত্রকে সামনে রেখেই উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিতে চাই। শনিবার বিকেল ৩ টায় ১৬নং লাঙ্গলবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ণ প্রকল্প কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আজকে এখানে উপস্থিত এত মানুষ দেখে আমার ৭১ এর কথা মনে পড়ে যাচ্ছে। কারন তখন আমরা কোন হিন্দু মুসলমান ছিলামনা, তখন ছিলাম শুধু বাঙ্গালী। লাঙ্গলবন্দের উন্নয়নের জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শুধু আবেদন করেছিলাম। বাকী কাজটা করেছেন তিনি। এখন শুধু ১২০ কোটি টাকার উন্নয়ন হচ্ছে আমরা এখানে ১২’শ কোটি টাকার উন্নয়ন করবো। একটা সময় ছিলো যখন এই ব্র²পুত্র নদী থেকে পানি নিয়ে মানুষ বাড়িতে গিয়ে পূণ্য¯œান করতো। কিন্তু আজ আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমি ভবিষ্যতে সংসদ সদস্য থাকি বা না থাকি এখানকার উন্নয়ন করবোই।

তিনি আরো বলেন, নির্বাচনের এখনো অনেক দেরি, যতদিন পর্যন্ত ঘোষনা না হবে ততদিন পর্যন্ত সবাইকে নিয়ে উন্নয়ণ করেই যাবো। আমি সংসদ সদস্য হওয়ার জন্য আপনাদের কাছে ভোট চাইনা। সংসদ সদস্য হয়েছি মায়ের নির্দেশে। আমার মা আমাকে বলেছেন, তুমি তোমার বাবার ও ভাইয়ের স্বপ্ন পূরণ করবে, জনগণের গোলামী করবে। আপনাদের গোলামী করতেই আমি সংসদ সদস্য হয়েছি। আজকাল অনেক বাম নেতারা বাম আঙ্গুল দেখান। উড়ে এসে বাম আঙ্গুল দেখাবেন তা হবেনা। বাম আঙ্গুল আমরাও দেখাতে পারি। মুক্তিযোদ্ধার হাত অনেক শক্ত, সেটা ভুলে যাবেন না। আমি অপরাজনীতি পছন্দ করিনা। অপরাজনীতি থেকে এই দেশ ও সমাজকে মুক্ত করতে হবে তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।

বক্তব্য শেষে লাঙ্গলবন্দে পূণ্যার্থীদের জন্য ৫টি নতুন ঘাট উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মুসাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন এর সভাপতিত্বে ও  মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, এফবিসিসিআইএ’র পরিচালক প্রবীর কুমার সাহা, অমল কুমার পোদ্দার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, হিন্দু কল্যান ধর্মীয় ট্রাষ্টের ট্রাষ্টি পরিতোষ কান্তি সাহা, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, দেওভোগ নাগ মহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, কমান্ডার গোপীনাথ দাস, সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, দিপক সাহা, লিটন পাল, রিপন ভাওয়াল, শংকর সাহা,

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, লাঙ্গলবন্দ পূণ্য¯œান উৎসব উন্নয়ণ পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা।