বন্দর প্রতিনিধিঃ বিএম ৯২ ব্যাচের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় বন্দর বাজারস্থ ব্যাচের কার্যালয়ে শিক্ষা, সামাজিক ও সেবাধর্মী সংস্থার নির্বাচনে সাফল্যের জন্য ব্যাচের ৩ সদস্য ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুুদ্দিন আহমেদ দুলাল প্রধান,বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের নব নির্বাচিত অভিভাবক প্রতিনিধি এড. মাজহারুল আলম খান পাভেল এবং বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে। বি এম ৯২ ব্যাচের সহ সভাপতি কাজী রাসেলের সভাপতিতেদ্ব অনুষ্ঠিত সংবদর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ গনি। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মিল্লাত হোনের স্বপন সংগঠনের শিক্ষা,সেবামূলককার্যক্রম তুলে ধরেন। বক্তব্য রাখেন আনিসুর রহমান, মহিউদ্দিন মিন্টু,সালউদ্দিন মিলন,পান্থ ফারুক, এড.আফরোজা আক্তার রোজী, সামসুন্নাহার মনি, জলিলুর রহমান স্বপন, মো: শাহীন, সিরাজুল ইসলাম,বিকাশ,খায়রুর আমিন খান,এড.তাজুল ইসলাম,খলিলুর রহমান, মাহাবুব আলম বাবুল,জাকির ভ’ইয়া ,শফিউল্লাহ,মো: সাজু,জাকির হোসেন প্রমূখ। প্রধান অতিথি অতীতে অনেক ব্যাচ সংগঠিত হবার চেষ্টা করেছে এবং বর্তমানে অনেক ব্যাচ সংগঠিত হবার চেষ্টা করছে কিন্তুু ৯২ ব্যাচের মত সফল কোন ব্যাচ হতে পারে নি।তিনি সংবর্ধনা প্রাপ্ত ব্যাচের তিন জনকে নিয়ে গর্ববোধ করেন। বিএম ৯২ ব্যাচের সদস্যরা দীর্ঘদিন যাবত দেশে বিদেশে বিভিন্ন যায়গায় গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষা, সামাজিক ও সেবাধর্মী সংস্থার নির্বাচনে বিজয়ী হয়ে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। তিনি বিএম স্কুলের এখন পর্যন্ত শতবর্ষ পূতি অনুষ্ঠান না হবার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তিনি ৯২ ব্যাচের ঊদ্দেশ্য বলেন তোমাদের উপর আমার বিশ্বাস আছে ” তোমরা উদ্যোগ নিয়ে সমস্ত ব্যাচকে একএিত করে, বিএম স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানটি করতে পারবে।
সংবর্ধনা প্রাপ্ত কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, এড. মাজহারুল আলম খান পাভেল এবং মহিউদ্দিন সিদ্দিকী সংক্ষিপ্ত বক্তব্যে তাদের সফলতার কথা তুলে ধরেন এবং সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানশেষে মনোঞ্জ সাংস্কুতিক অনুষ্ঠান হয়। এতে গান পরিবেশন করেন সোহানা ইমা, পুস্পিতা, সামিয়া,বন্যা প্রমূখ ।