সময়ের চিন্তা ডট কমঃ আলী রেস্তোরার মালিক হাজী আলী সাহেব, নুরমোহাম্মদ, হাজী হাঁস মোহাম্মদ তাদের মা নাজমা বেগম স্বামী মরহুম কুতুব্দদীন আজ ১৫ই অক্টবর রোজ সোমবার না ফেরার দেশে চলে গেছেন,(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃতুকালে তার বয়স ছিল ৭০বছর। তিনি একজন বিশিষ্ট সমাজ সেবিকা ছিলেন।
তার মৃতুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন তার ছেলেদের বন্ধু মহল। তার রূহের মাগফেরাত কামনায় সকল স্বজনরা দোয়া চেয়েছেন দেশবাসীর নিকট।