সময়ের চিন্তা ডট কম, সোনারগাঁ প্রতিনিধিঃসোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা গত ৪ অক্টোবর কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী সাদিয়ার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। গতকাল রবিবার রাতে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সাধন চন্দ্র বসাক স্কুল ছাত্রীর পিতা মিন্টু কাজীর কাছে উক্ত টাকা বুঝিয়ে দেন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর সকাল ৮টার দিকে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার স্কুলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। এরপর তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।