বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের শ্বাশুরী নাজমা বেগম(৬৮) আর নেই। ইন্নালিল্লাহে——————রাজেউন। সোমবার বিকেল ৫টায় ঢাকা ইউনিভার্সেল হসপিটালে চিকিৎসাধীণ অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র,২ কন্যাসহ অসংখ্য আতিœয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
মরহুম নাজমা বেগম নারায়ণগঞ্জ মিনাবাজার মরহুম কুতুব উদ্দিন মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভূগছিলেন। তিনি ঢাকা ইউনিভার্সেল হসপিটালে ৭দিন চিকিৎসাধীণ অবস্থায় থাকার পর সোমবার বিকেলে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে টানবাজার ব্যবসায়ীমহল মরহুমার আতœার মাগফেরাত কামনা করছে।
বিশ্বস্ত সুত্রে জানাগেছে,মরহুমের নামাজের জানাযা মঙ্গলবার বাদ জুম্মা মিনাবাজার জামে মসজিদ ও কাশিপুর ঈদগা ময়দানে যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার পর কাশীপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হইবে।